ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল দাবিতে  খাগড়াছড়িতে  সংবাদ সম্মেলন

ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল দাবিতে  খাগড়াছড়িতে  সংবাদ সম্মেলন

ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল এবং তাদের কর্তৃক ঘোষিত বিভিন্ন কমিটি বিলুপ্তির দাবিতে খাগড়াছড়ি জেলা  সংবাদ সম্মেলন করেছেন জেলা ও উপজেলাসহ বিভিন্ন কমিটির নেতাকর্মীরা।

তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষিত কমিটি বাতিল করা না হলে সড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আলোক প্রদীপ ত্রিপুরা। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলা শাখা ছাত্রলীগের নেতারা বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজকে বিএনপি-জামাতের এজেন্ডা বাস্তবায়নকারী অভিহিত করে অবিলম্বে মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বাতিল করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করা হয়।

এ ছাড়া সভাপতি-সম্পাদকের যৌথ স্বাক্ষরিত বিভিন্ন উপজেলা ও কলেজ কমিটিতে মাদক ও চোরাকারবারি, অছাত্র, বিবাহিত এবং বিএনপি-জামাত সমর্থিতদের স্থান দেয়া হয়েছে বলে দাবি করা হয়।

উল্লেখ্য, গত শনিবার জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের স্বাক্ষরে দীঘিনালা, রামগড় ও মাটিরাঙ্গা উপজেলা কমিটি ঘোষণা করা হয়। তাতে বিক্ষুব্ধ হয়ে উঠেন নেতাকর্মীরা। অবৈধ সুবধা গ্রহণ করে দীঘিনালা উপজেলা ও কলেজ কমিটি ঘোষণার প্রতিবাদে রবিবার দীঘিনালা-সাজেক সড়কে অবরোধ পালন করা হয়। এ সময় পর্যটকবাহী কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশ আটক করেন ৩ ছাত্রলীগ কর্মীকে।